বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

প্রেমের বারোমাস



প্রেমের বারোমাস
- যাযাবর জীবন

বৈশাখ শুরু প্রেমের ঝড়ো বাতাসে
জ্যৈষ্ঠে প্রেম পাকে
গ্রীষ্মটা প্রেমের গরমে,
আষাঢ়ে ছাড়া ছাড়া ঝগড়া বৃষ্টি
শ্রাবণে কান্না অনাসৃষ্টি
বর্ষায় ভেজে মন;
ভাদ্রে কাম গলে লালা কুকুর জিহ্বায়
আশ্বিনে কাশ বনে
শরতে মন উদাস,
কার্তিকে নবান্ন
অগ্রহায়ণে প্রেম ধানের সাথে
হেমন্তে নাচে মন;
পৌষে কুণ্ডলী বুকের কাছে
মাঘে খুনসুটি লেপমুড়ি
শীত ওড়ে কুয়াশায়,
ফাল্গুনে রঙ লাগে মন বনে
চৈত্র প্রেম খেলায়
বসন্ত মন দোলায়;
তারপর ক্রমাগত:
দিনের পর দিন কাটে
মাসের পর মাস
বছর গড়িয়ে বছর
যুগের পর যুগ,
নারীর ছল নদীর জল
কখনো খরা কখনো শ্রাবণ
কখনো ঝড় কখনো পবন
নারী নাচায়
নর নেচে যায়
কিংবা দহনে হারায়।

নারীর ছলনার এক মাস
নরের দহনের এগারো মাস
হাসি কান্না রাগ অভিমান
প্রেমের বারোমাস।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন