শনিবার, ৯ জুলাই, ২০১৬

বন্ধুর পথ



বন্ধুর পথ
- যাযাবর জীবন

সেদিন বৃষ্টি ছিল অনেক
আমি ছিলাম ঘরবন্দি
তুই মনবন্দি,
সেদিনকার হাওয়াটাও ছিল বড্ড তেজী
আমি বৃষ্টিস্নান বলতেই তুই রাজি
আমার পিছু তুই
তোর পিছু শোক
শোকের পিছু পিছু কিছু শ্লোক
তারও পিছু পিছু কিছু লোক
পিছু লোকের কিছু কথা বাতাসে ভাসে
দুলতে দুলতে কানে আসে
আমি দুল বানিয়ে তোর কানে পড়িয়ে দিতেই
তোর মনবন্ধ
আমি তোতে অন্ধ
তারপর ইতিহাস......

অনেকটা পথ পাড়ি দিতে হয়েছিল
তোকে
আমাকে
কিছু লোকের কথা পিছু ফেলে;

বন্ধুর পথ।
কি এসে যায়? তুই ছিলি পাশে,
পাড়ি দিয়েছিলাম দুজনে মিলে;
হেলে দুলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন