শনিবার, ১৬ জুলাই, ২০১৬

পদচিহ্ন মনে



পদচিহ্ন মনে
- যাযাবর জীবন

পদচিহ্ন রয়েই যায়
তোর হেঁটে যাওয়া পথে;
অনেক ধুলো জমে গেছে ফিরে যাওয়া পথে
কিংবা হাজারো পায়ের ছাপের তোর পায়ের ছাপ হারিয়ে গেছে
তবুও তোর ফিরে যাওয়ার পদচিহ্ন এখনো অনুভবে;
ফিরে যাওয়া মানে কি বিদায়?

চলে যাওয়ার সময় পথ দেখিয়েছিলি আমায়
আঙুল তুলে,
তর্জনীতে আমার পেছন ফেরার পথ
বৃদ্ধাঙ্গুলি তোর দিকে;

অবোধ্য সেই ভাষা বোঝা হয় নি বলে
আজো দাঁড়িয়ে আছি একই জায়গায়
তোকে ভেবে ভেবে,
যেখান থেকে তুই হেঁটে গিয়েছিস
পদচিহ্ন পিছু রেখে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন