মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

জলের ছল



জলের ছল
- যাযাবর জীবন

নদী গড়িয়ে যাবার পরও
রয়ে যায় কিছু জল
নারীর চোখে;
ভাসা ভাসা চোখের ভাষা পড়ার সাধ্য কি আছে নরের?
কিংবা ছলের;
সে তো শুধু জলের বয়ে যাওয়া দেখে।

জলের ছল বোঝায় নারী
কখনো কেঁদে
কখনো হেসে,
ছল বুঝেও নর ভালোবাসে;
কখনো নিজের করে পেলে চোখ হাসে
অথবা না পাওয়ার বেদনায় চোখ ভাসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন