খেয়ালী স্বপ্ন
- যাযাবর জীবন
এক একটা রাত্রিতে মন খেয়ালী
এক একটা রাত্রি স্বপ্ন দেখবার
এক একটা রাত্রির নীরবতায় তোর নিঃশ্বাস
এক একটা রাত্রি আসে মন হারাবার
এক একটা রাত্রির বাতাসে তোর স্পর্শ
এক একটা রাত্রি তোকে মনে করার;
ওরে অন্ধকারের মেয়ে একবার সামনে এসে দাঁড়া
নয়তো আমার খেয়ালী স্বপ্ন, স্বপ্নই রয়ে যাবে তোকে ছাড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন