বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

বিবেক ঢাকা আছে



বিবেক ঢাকা আছে
- যাযাবর জীবন

আলোর অনেক গভীরে অন্ধকার কালো;
দিনের আলোতে রিপু ঢেকে রাখাটাকে
কেও কেও আর্টের পর্যায়ে নিয়ে গেছে
সফেদ শুভ্র দাঁড়িতে বেশ সুফি সুফি লাগে
পাঁচ ওয়াক্ত কপাল ঠুকতে ঠুকতে কালো দাগ পড়ে গেছে
অথচ অন্ধকার হলেই ভাদ্রের কুকুর,
গিন্নি বাসায় ইদানীং একটা কাজের ছেলে রেখেছে;

মাইনের টাকা কি আর সংসার চলে?
ব্যাঙ্ক ব্যালেন্স শূন্যের কোঠায়
লোভের লেনদেন খুব অগোচরে টেবিলের তলায়
মাঝে মাঝেই লেপের তুলো মেঝেতে ছড়ায়
সুঁই সুতো হাতে গিন্নি লেপ সেলায়
তোষকের নীচে কজন লেপ বিছায়?
আমরা বাইরে আলো দেখি
ঘরের ভেতর অন্ধকার;

আমার রিপু ঢাকা সূর্য দিয়ে,
তোমারটা?
বাসার আয়না ভেঙে ফেলেছি
বিবেক ঢাকা দিতে;
দর্পণে মুখ দেখি না, কতদিন হয়ে গেছে!



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন