অতিমানব
- যাযাবর জীবন
জীবনের কালো অধ্যায়গুলো মাথাচাড়া দেয় সুনসান রাতের নিস্তব্ধতায়
মাঝে মাঝে আয়নার দিকে তাকালে স্তব্ধ হয়ে যেতে হয়
যখন পুরনো পাপাচার ব্যঙ্গ করে আয়নার মানচিত্রে
পারদ খসে যাওয়া মানে পাপক্ষয় নয়;
অনুতাপ কাঁদে রাতের গভীরে
ক্ষমা করবে কি প্রকৃতি?
প্রতিরাতে আয়নায় লজ্জিত মুখচ্ছবি দেখি;
পাপাচারের পর যাদের চোখে কান্না ঝরে নি
তারা নমস্য,
আমি অতিমানব খুঁজছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন