শনিবার, ৯ জুলাই, ২০১৬

ভালোবাসার অন্ধকার



ভালোবাসার অন্ধকার
- যাযাবর জীবন

রাত পেরোলেই আলোর মেলা
আকাশে সূর্য
মনে ভোর

দিন তো আসবেই রাতের পরে
প্রকৃতির নিয়ম মেনে
বৃথাই মন কালো
প্রেমে দাগা পেয়ে

কেও কেও বৃষ্টি দেখে না
অথচ চোখ ভরা কান্না
শ্রাবণ'তো আসেই ধুয়ে দিতে
প্রকৃতি কিংবা মন

থৈ পেয়েছে কে নারীতে ডুব দিয়ে
কাম সাঁতার প্রেম নয়

কখনো কখনো শরীর ময়লা হয় কামে
বিনিময় যখন চলে আসে প্রেমে

কেও কেও দুপুরেও রাত দেখে
যখন ভালোবাসায় অন্ধকার দেখে
অন্ধ ভালোবাসা সবুজ দেখেছে কবে?

যেভাবে মন খুঁড়ছিস
এই রাত হলো বলে,
জোনাক কি আর সকাল আনতে পারে?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন