শুক্রবার, ৮ জুলাই, ২০১৬

ছেঁড়া ঘুড়ি লাল



ছেঁড়া ঘুড়ি লাল
- যাযাবর জীবন

একদিন আমার চোখ দেখেছিল নীলে নীলাম্বরী
আমার স্বপ্নের আকাশে এক নীল পরী
তুই আমার নীলিমায় বিলীন এক কাব্য কথা
আমার ছেঁড়া নীল খাতার এক আনন্দের কবিতা,
একদিন মনের সাগরে তুই ডুব দিতি
আজ নীল কেবলই এক টুকরো স্মৃতি;
আজ তোর লালে আকাশ লাল হয়ে যায়
আমার নীল কালো হয় মেঘের ভেলায়
আজ আমার হাতে শূন্য লাটাই নীল
তুই ছিঁড়ে যাওয়া এক লাল ঘুড়ি
আমার নীল বেদনার নীলে মিশে যায়
নতুন প্রেমে তোর মনাকাশে ওড়াউড়ি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন