প্রকৃতি মন
- যাযাবর জীবন
প্রকৃতি খেলে
রোদ বৃষ্টি আর ঝড় ঝঞ্ঝায়
মনের সাথে মন খেলে
রাগ অভিমান আর হাসি কান্নায়,
প্রকৃতির কি অনুভূতি আছে?
খুব জানতে ইচ্ছে করে;
অথচ মনের অনুভূতিতে মন
রাগ অনুরাগে হাসি কান্না যখন তখন।
ঝড় বয়ে যাওয়ার পর সুনসান নীরবতা চারিদিকে
ওলোট পালট ভাঙ্গাচুরার চিহ্ন রেখে দিয়ে এখানে সেখানে,
মন ভেঙে যাওয়ার পর হয়তো কেটে যায় জীবন
তবুও বুকের মাঝে কোথায় যেন একটা গভীর ক্ষত,
প্রকৃতির সাথে মানুষের কতই না মিল
তবুও মানুষ প্রকৃতি নয় শুধু তার একটা ক্ষুদ্র অংশ মাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন