বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

সম্পর্কে সর্বনাশী মনকলা



সম্পর্কে সর্বনাশী মনকলা
- যাযাবর জীবন

ভালোবাসা নয়
প্রতি ঘণ্টায় কথা বলার নাম
কথায় কথায় কৈফিয়ত
রাগ আর অভিমান
বাজারে বিকোয় না ভালোবাসা
শুধু শুধুই মনকলার দরদাম;
ব্যস্ত জীবন সবার
ব্যস্ততা বাস্তবতার
এত সময় কোথায়
প্রতি ঘণ্টায় কথা বলার?
ভালোবাসার মানুষকে বুঝতে হয়
ভালোবাসা অর্জন করে নিতে হয়
তবেই না সম্পর্কে সুবাস
আর নয়তো মনকলায় সম্পর্কের সর্বনাশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন