স্মৃতির ভগ্নাংশ
- যাযাবর জীবন
টিনের চালে আছড়ে পড়ছে আষাঢ়
মনের চালে তুই
ওকুলে ভাঙ্গছে নদী
একুলে আমি,
সেদিন ছিলাম তুই আর আমি দুজন
আজ শ্যাওলা ধরেছে, স্যাঁতস্যাঁতে নোনা মন;
সময়ের চাকায় সময় গড়িয়েছে অনেক
লক্ষ কোটি মুহূর্ত পাড় হয়ে গেছে মুহূর্তে
এখন শুধু দেহটাই আছে দেহের অবয়বে
মন কোথাও নাই,
তুই তাঁরা হয়েছিস তাঁরার দেশে
আমি মন-জঙ্গলে তোকে খুঁজে বেড়াই;
দূরে কোথাও বজ্রপাতের শব্দ
ভাঙছে হৃদয় স্মৃতির ভগ্নাংশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন