সোমবার, ১১ জুলাই, ২০১৬

সময় বদল


সময় বদল
- যাযাবর জীবন

আদতে মানুষ কি বদলায়?
নাকি সময় বদলায়
সময়ের সাথে সাথে মানুষের মন
একটু ভালো কিংবা খারাপ যখন তখন;
মানুষ গিরগিটি নয়
তবুও স্বার্থের রঙ বদলের পালায় মানুষ গিরগিটিকেও হার মানায়;

মানুষ আর বদলায় কই?
চাহিদা বদলায়
স্বার্থ বদলায়
সময় বদলায়
কখনো কখনো পুরো জীবনটাই বদলে যায়, স্বার্থ বদলের খেলায়।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন