রবিবার, ১০ জুলাই, ২০১৬

তুই, আমি ও ঘুম গল্প




তুই, আমি ও ঘুম গল্প
- যাযাবর জীবন

তুই ঘুমোচ্ছিস এখন
ঘুমোচ্ছে মেঘ বৃষ্টি আর কান্না
ঘুমোচ্ছে মেঠো পথ ও পিচ ঢালা রাস্তা
আর সূর্যের সাথে সাথে ঘুমোচ্ছে সকাল দুপুর ও বিকেল,
শুধু জেগে আছে রাত
জেগে আছে অমাবস্যা আর আকাশে রাশি রাশি তাঁরা
জেগে আছে জোনাক
জেগে আছে ঝিঁঝিঁ পোকা
জেগে আছি আমি আর অন্ধকার;

একটা কবিতা লেখা হবে কি?
তোর ঘুম ভাঙাতে
কিংবা আমায় ঘুম পাড়াতে;

অনেক দিন ঘুমাই নি কলম হাতে
ডায়রির সাদা পাতা ডাকছে আমায়......

তোকে দেখার খামখেয়ালী ইচ্ছেগুলো নির্ঘুম বেয়াড়া
শুধু শুধুই জাগিয়ে রাখে চোখ, রাতভর;
যে রাতে চাঁদনি ছুঁয়ে দেব
তুই হবি চাঁদ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন