মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

নষ্ট নারীর নষ্ট কথা



নষ্ট নারীর নষ্ট কথা
- যাযাবর জীবন

ঘরে দুধ শিশু আর পঙ্গু স্বামী
ভাতের যুদ্ধে পরাজিত মা কিংবা স্ত্রী,
বুভুক্ষু শরীরে লালসার চাষ
চাল ফলে ক্ষুধার্তের উদরে;
পেটের ক্ষুধার চাষে হায়েনা শরীর চষে
সন্তানের পেটে দুটো খাদ্য ফলার আশে
ওপরে বিছানায় মাংস বিদ্ধ মাংস
নীচে শিশু সামলায় স্বামী, কানে তুলোর অংশ;
মাংস চেটে গলি পথে কুকুর হেঁটে যায়
বিবেকের শব টাকা গোনে নোংরা বিছানায়
পেটে নির্লজ্জ ক্ষুধা প্রতি রাত প্রতিদিন
শরীর বিক্রি করে খাদ্য তৈরির মেশিন;
রমণ ক্লান্তিতে নষ্ট নারী আঁচলে বুক ঢাকে নির্লিপ্ত মন বন্ধ
রাতের বাতাসে ঘরজোড়া ঘর্মাক্ত অন্তর্বাসের গন্ধ;

শিশু দুধ খায়
স্বামী ভাত চড়ায়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন