বিপরীত অনুভূতি
- যাযাবর জীবন
তোর তীক্ষ্ণ অনুভূতিগুলো বোঝার ক্ষমতা নেই
আমার অনুভূতিহীন মনের,
আমি কেবলই শরীর বুঝি
তুই শেখাস প্রেম;
তুই জ্যোৎস্না প্রেমিক
চাঁদ আমার কাছে শুধুই রাত বাতি
বৃষ্টিতে তোর কাব্য ভাব
আমার মাথায় ছাতি,
আমি কঠোর বাস্তবে চলি
বাস্তবতায় তোর ভয়
সূক্ষ্ম আর স্থুলো অনুভূতি সামনা সামনি হলে
সম্পর্কের অবশ্যম্ভাবী ক্ষয়;
কোথায় মেঘ?
কোথায় বৃষ্টি?
তবুও আমা'তেই কেন তোকে ভিজতে হয়?
প্রেমে কিংবা কান্নায়,
কাটিয়ে ভালোবাসাহীন সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন