জীবনের পরিধি
- যাযাবর জীবন
জন্ম যদি হয় জীবনের কেন্দ্রবিন্দু
পরিধি মৃত্যু
ব্যাসার্ধ জুড়ে আছে বিভিন্ন সম্পর্ক
কিছু সম্পর্ক রক্তের
কিছু বন্ধুত্বের কিছু ভালোবাসার
তবে সব সম্পর্কই স্বার্থের
রক্ত যদি হয় সম্পর্কের কেন্দ্রবিন্দু
পরিধি সম্পর্কের ইতি
পুরো ব্যাসার্ধে জড়িয়ে আছে স্বার্থ
আমার
তোর
তার
সকলের;
তোর অর্ধেক মন প্রেমের
অর্ধেক স্বার্থ শরীরের
আমার অর্ধেক সম্পর্ক ভালোবাসার
অর্ধেক স্বার্থের
তার অর্ধেক কামনার
অর্ধেক টাকার,
বিনিময় কোথাও না কোথাও আছেই
টাকায়
ভালোবাসায়
স্বার্থে
জীবনে;
জীবনের ব্যাস জুড়ে নানা রঙের মানুষ
নানা রকম সম্পর্ক
নানা প্রকার স্বার্থ,
জন্মে শুরু কেন্দ্রতে
মৃত্যু পরিধিতে,
মধ্যখানের পুরো সময়টাই এ জীবনের পরীক্ষা
পরবর্তী জীবনে সাফল্যের;
জীবন বৃত্তের আকার ছোট বড় হতেই পারে
ফলাফল পরিমাপ শুধুই কর্মে;
কেও ফেল করবে
কেও উৎরে যাবে
কর্মফলের গ্রেড বিনিময় বিচারদিনে
আর মধ্যে কিছু সময় কাটানো মাটির ঘরে
ধনী গরীব সবাই এক কাতারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন