মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭

অবোধ্য যতিচিহ্ন



অবোধ্য যতিচিহ্ন
- যাযাবর জীবন


আমাদের দেখা হয়েছে অনেকবার
চোখে চোখ রেখে
সামনা সামনি চায়ের কাপে,

আমাদের কথা হয়েছে বহুবার
হাতে হাত স্পর্শে
ঠোঁটে ঠোঁটে ভালোবেসে,

তারপর যতিচিহ্ন
সময়ের, দূরত্বের, অনুভবের;

কেন?
আজো জবাব খুঁজছি;
ভালোবাসায় যতিচিহ্ন পড়েছ কি?

আদতে তুই বুঝিস নি আমার মন?
হয়তো তাই আজ আমরা বিচ্ছিন্ন দুজন;

আমি আজো মেঘ দেখলেই বলি ভালোবাসি
তোর নিস্তব্ধতায় বৃষ্টি কেঁদে ফেরে
আমি আজো জ্যোৎস্না দেখলেই বলি ভালোবাসি
তোর অপেক্ষায় জ্যোৎস্না লুকিয়ে যায় ভোরে

আমি সারারাত তোকে খুঁজি আকাশে তারা জ্বেলে রাশি রাশি
আর নির্ঘুম স্বপ্নে চিৎকার করে বলি 'ভালোবাসি, ভালোবাসি'
তোর নীরবতা হো হো ব্যঙ্গ করে;

তোর গভীরে একটা দীর্ঘ ডুব,
একটিবার মন চায় খুব
মন চায় খুব।




মলিন তুই



মলিন তুই
- যাযাবর জীবন


অনেক দিন পর আজ হঠাৎ তোকে দেখে বড্ড চমকে উঠলাম
উঠবই বা না কেন?
মলিন চাঁদ বা সূর্য কার না মন খারাপ করে দেয়?

প্রতিদিন তো আর গ্রহণ হয় না সূর্যে কিংবা চাঁদে;

কুয়াশায় ঢাকা সূর্য মন খারাপ নিয়ে আসে
আর বিকেলের ঢলে পড়া আলোতে মন কেমন করে
তুই সকালের সূর্য, তোর মুখ মলিন কেন?

জ্যোৎস্না রাতে যেদিন ঘন কুয়াশা হয়
সেদিন বড্ড মন খারাপ করা ম্যাড়ম্যাড়ে চাঁদ
তুই আষাঢ়ই পূর্ণিমার ঝকঝকে চাঁদ, তোতে গ্রহণ কেন?

আজ অনেক দিন পর বড্ড চমকে দিয়েছিস তুই,
তোর চোখ এত শূন্য কেন?
ওখানে প্রাণ নেই,
কি কুড়ে খাচ্ছে তোকে?

বড্ড জানতে ইচ্ছে করে।


স্বপ্ন সকাল



স্বপ্ন সকাল
- যাযাবর জীবন


ক’টা বাজলো? সকাল হলো?

কাল রাতে ঘুম ছিল না, ছিলি তুই
ছিল তোকে জড়ানো অনুভব
বড্ড অন্যরকম স্বপ্ন স্বপ্ন রাত ছিল;

আকাশে চাঁদ ছিল না, ছিল কুয়াশা
জ্যোৎস্না ছিল না, ছিলি তুই
আর স্বপ্ন স্বপ্ন কোমল আলো;

রাতটা বড্ড বেশী ঠাণ্ডা ছিল
লেপ ছিল না, ছিলি তুই
আর ছিল তোর বুকের ওম ওম অনুভব;

সকাল হলো?
ইশশ! কেন যে ঘুম ভাঙল?

দিনের বেলায় আসতে পারিস না তুই?
সূর্য সামনে রেখে।





সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

ভালোবাসার নির্ঘুম রাত


ভালোবাসার নির্ঘুম রাত
- যাযাবর জীবন


প্রতিদিন স্বপ্নে আসে সে
হাসে, খেলে, ভালোবাসে
তারপর হারিয়ে যায় আমায় রাত করে;

যে আমারে রাত করে
তার আকাশে চাঁদ ওঠে
জোনাক ওড়ে
জ্যোৎস্না ঘুরে তাকে ঘিরে
আর তার গায়ের বকুল গন্ধ
আমায় পাগল করে সারা রাত ধরে,

এত এত যে ভালোবাসি কিছুই বোঝে না সে;

সে চাঁদ ভালোবাসে, জ্যোৎস্না ভালোবাসে
হাসে, খেলে, আলো হয়ে আলো করে
আর প্রতিদিন খুব রাতে আমার স্বপ্নে আসে
ভাসাতে আমায় অন্ধকারে;

রাতটা শুধুই আমারই
ভালোবাসার নির্ঘুমে।



কৃপণতা ঠোঁটের



কৃপণতা ঠোঁটের
- যাযাবর জীবন


তুই কোথায়?
অপেক্ষায় চায়ের কাপ
শীতে ফেটে গেছে ঠোঁট
আয় ভিজিয়ে দিয়ে যা
চুমুতে;

আমি ভালোই থাকি গ্রীষ্ম বর্ষা হেমন্তে,
শরতে আমি আকাশের
শীতে ঠোঁটের
আর পুরো বসন্ত জুড়ে তোর;

সময় বড্ড কৃপণ
কৃপণ তুই
কৃপণ তোর ঠোঁট
ভেজাতে, চুমুতে।



রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

নষ্ট আঁক



নষ্ট আঁক
- যাযাবর জীবন


রাত বাড়ে অন্ধকারে
টিক টিক টিক টিক গান শোনাচ্ছে ঘড়িটা
চাঁদের সাথে কতই না গল্প কথা রাতের
নির্ঘুম স্বপ্নে পরী বসে চোখে
আমি রাতভর খসে পড়া তারা খুঁজি
মাঝে মাঝে বড্ড খড়খড়ে লাগে চোখ
বালিশ জেগে থাকে একলা বিছানায়
কবিতার আঁচড় টেনে যায় কলম;

এই যাহ্‌! খাতাটা নষ্ট হলো হিবিজিবি আঁকে।


কামড়াকামড়ি জীবন



কামড়াকামড়ি জীবন
- যাযাবর জীবন


কত কত অর্থ
টাকার মাপে স্বার্থ,
শাশ্বত পেটের ক্ষুধার একটাই ধরণ
মাত্রাতিরিক্ত মনের ক্ষুধায় সম্পর্কের ভাঙন
চাওয়া আর পাওয়ার মাঝে ফারাক বিশাল
স্বার্থ এক এক জনের এক এক রকম;

সম্পর্ক ভাঙে স্বার্থ
সম্পর্ক ভাঙে অর্থ
মানুষ'কে পীড়া দেয় ভাঙন
আর নয়তো কুকুর বিড়ালের কামড়াকামড়ি জীবন।

ফাঁকা রাত



ফাঁকা রাত
- যাযাবর জীবন


আকাশে চাঁদের উঁকি
মনে তোর
চাঁদনিতে ভিজছে কুয়াশা
ভিজছি আমি

কেও চাঁদ খোঁজে কেও চাঁদনি
কেও দুনিয়াদারী কেও বা টাকা
চাঁদনি ছাড়া আমি অন্ধকার
রাতগুলো বড্ড লাগে ফাঁকা।


সরিষা জীবন



সরিষা জীবন
- যাযাবর জীবন


আজকাল কোথাও যেতে ইচ্ছে করে না
তবুও সরিষা পায়ে জীবন
মাথায় শুন্যতা বোধ
চোখে স্বপ্ন আঁকে মন

টিনের চালে টুপটাপ কুয়াশা ঝরে পরছে
স্বপ্নে টুপটাপ তুই
জাঁকিয়ে শীত পড়েছে জুবুথুবু
আয় লেপমুড়ি গুটিসুটি শুই

রোদ ঘুম ভাঙাচ্ছে স্বপ্নের
তুই আমার
হাত বাড়াতেই মনের মন খারাপ
কুয়াশায় ছেয়ে আছে চারিধার

একদিন ঠিক হারিয়ে যাব ঘন কুয়াশায়
একদিন ঠিক মিলিয়ে যাব বাতাসে উবে
একদিন ঠিক মরে যাব তোকে ভালোবেসে
সেদিন খুঁজিস না আমায় মনে ভালোবাসা ভেবে।




সবুজ সবুজ গ্রাম



সবুজ সবুজ গ্রাম
- যাযাবর জীবন


এই মেঠোপথ এই গ্রাম
লতাপাতা ঘাসফুল, সবুজ সবুজ ক্ষেত ভরা ধান
বাড়ির পাশে পাশে জলাধার, ঘাসপুকুর তার নাম;
গাছের ফাঁকেফাঁকে নরম রোদ
আর সোঁদা সোঁদা খড় বিচালির ঘ্রাণ;

আমরা কত না দুর্ভাগা আমাদের বাস করতে হয় শহরে, ছিঁড়ে নাড়িরটান
আমরা কতই না সৌভাগ্যবান আমাদের আছে অবারিত সবুজ সবুজ গ্রাম।





ভালোবাসার লাজ



ভালোবাসার লাজ
- যাযাবর জীবন


শীতের দিনে বড্ড মন কেমন কেমন
অনেকটা ঢলে পড়া বিকেলের রোদের মতই বিষণ্ণ,
সন্ধ্যে হতে না হতেই আজকাল অন্ধকার আঁকড়ে ধরে
কুয়াশার চাদর গায়ে,
আমি ঘরে ফেরা পাখির ডানায় উড়তে থাকি উদলা মনে
একবার তোকে দেখব বলে;

তোর বুঝি আজ বড্ড মন খারাপ?
নয়তো সন্ধ্যের মুখ এত কালো কেন?

দেখ! দেখ!
অমাবস্যার পর আজ আকাশে উঁকি দিয়েছে লাজভাঙা চাঁদ
একা একা বড্ড মন কেমন করা বিষণ্ণ রাত,
আয় না! একবার ভালোবাসি দুজনে
তারপর না হয় আবার অন্ধকার হব, মন বন্ধ করে।

ষড়ঋতু মন



ষড়ঋতু মন
- যাযাবর জীবন


নারীর কত রকম মন
মন চিনেছে কে?
মনের কত রংধনু রঙ
রং দেখেছে কে?

রঙ দেখেছ?
এই সাদা তো এই রঙিন
কখনো রাত তো অমাবস্যায় দিন
কখনো রোদ কখনো বৃষ্টি
ক্ষণে হাসি ক্ষণে কান্না
মুহূর্তে মেঘ মুহূর্তে জ্যোৎস্না

পলক ফেলার আগেই মন
পরিবর্তন যখন তখন
রাতে সূর্য তো দিনে অমাবস্যা
বসন্তে শরত তো শীতে বর্যা
দিন আর রাত তো হরহামেশা
ষড়ঋতু যখন তখন

নারী চিনেছে কে?


দূর থেকে তুই



দূর থেকে তুই
- যাযাবর জীবন


দূরত্ব সময়ের
অনুভূতি মনের
তুই দূর থেকেই ছুঁয়ে যাস মন
আমি দূর থেকেই ভালোবেসে যাই তোকে
দিন মাস বছর যুগ কেটে যায়
তবুও দেখা হয় না আমাদের পরস্পরের সাথে;
এখন মনে ছেয়ে থাকে 'তুই' ভাইরাসে
প্রতিষেধক হয়ে আসিস তুই মাঝে মাঝে স্বপ্নে,
আর অপেক্ষার প্রহর শব হতে থাকে
প্রতীক্ষায় ধুঁকে ধুঁকে;

এখন আর মন স্পর্শ করতে শরীর লাগে না
মন মানেই তো তুই;
মাখামাখি হয়ে থাকিস সারাক্ষণ মনে মনে
মন-স্পর্শে।




শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

পাথরের আবেগ



পাথরের আবেগ
- যাযাবর জীবন


অনুভূতিগুলো এক এক জনের এক এক রকম
কারো সাদাকালো কারো রঙিন
সুখ-দুঃখ, হাসি-কান্না, রাগ-অনুরাগ
প্রেম-ভালোবাসা, মান-অভিমান
কত রকম
কত রঙের আবেগই না মানুষের মাঝে খেলা করে

আমার অনুভূতির কোন রঙ নেই, গন্ধ নেই, প্রকার নেই, প্রকাশ নেই;
পাথরের আবার আবেগ কি?
মানুষ হওয়ার যন্ত্রণা সব তোমাদেরই।


সম্পর্কের ফানুস



সম্পর্কের ফানুস
- যাযাবর জীবন


ইট পাথরের নগরীতে বড্ড রুক্ষতা, সম্পর্কগুলো ফাঁকা
মানুষে মানুষে সম্পর্ক সব স্বার্থ দিয়ে ঢাকা
নগর সভ্যতা এগিয়ে গেছে সভ্য হয়েছে মানুষ
প্রেম ভালোবাসা স্বার্থে ওড়ে পালা পর্বণের রঙিন ফানুস।


নদীর ডাক



নদীর ডাক
- যাযাবর জীবন


পাহাড় ঘুমায় বরফ লেপে
কুয়াশার চাদর ঘিরে রেখেছে চারিধার
সূর্যের ঘুম ভাঙবে ভাঙবে করছে
আড়মোড়া ভাংছে আকাশ
আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে চাঁদ
ঘুমুতে যাবার আগে;

অনেক ভালোবাসাবাসি হয়েছে পাহাড়ে
বরফ গলেছে কি?
না হলে ঝর্ণা হলো কিভাবে?
ঐ তো ঝর্ণা বয়ে যাচ্ছে নদীতে;

নদী ডাকছে,
চল মন এবার নদীতে
ভালোবাসায় ভেসে যেতে কিংবা ডুবে।



ব্যাকরণ ভালোবাসা



ব্যাকরণ ভালোবাসা
- যাযাবর জীবন


পাথর বুকে পাহাড়
অন্ধকার বুকে রাত
বিশ্বাসে আঁধার
ভালোবাসা বুকে তুই
আমি তো কবেই শুন্য হয়ে গেছি
হাতুড়ি বাটাল ভালোবাসায়,
শূন্যকে কি আর ভাঙা যায়?

একটা গোটা আকাশ জুড়ে নীল
বন ছেয়ে থাকে সবুজে
রাত্রির চোখ কালো
তোর গা ভর্তি রংধনু আলো,
আমি তো কবেই বর্ণহীন হয়ে গেছি
ব্যাকরণ ভালোবাসায়,
চোখের জলে কি আর রং খুঁজে পাওয়া যায়?



পতন



পতন
- যাযাবর জীবন


পাহাড়ের কাছে যাই পাহাড় ভালোবেসে
পাহাড় পাথর হয়ে থাকে
আমায় গড়িয়ে ফেলে দেয় নিচে,
নদীর কাছে যাই গল্প শোনাতে
নদী দৌড়ে পালায় কুলকুল নূপুরে
আমায় ভাটায় টেনে নেয় নিচে,
সাগরের কাছে যাই দুঃখ শোনাতে
সাগর লবণ মেখে থাকে
আমি লবণের নীচে;

ঠেলে ফেলে দেয় সবাই,
আমি পাহাড় থেকে ঝর্ণা বেয়ে সাগরে
নামতেই আছি গড়িয়ে নীচে;

ভয়ে দূরে থাকি মানুষ থেকে
পতন সামলাতে পারব না।




স্বপ্ন হারিয়ে ঘুম


স্বপ্ন হারিয়ে ঘুম
- যাযাবর জীবন


চারিদিক পাহাড়
সুনসান নিঃশব্দ সকাল,
বুকের গভীরে কান পেতে দেখ
মন ভাঙার শব্দ শুনতে পাচ্ছিস কি?

বরফ ছিল কাল রাতটা
তুই আসিস নি স্বপ্নে
জড়িয়ে ধরিস নি ওম দিয়ে

এখানে নদী নেই
শব্দ নেই পাড় ভাঙার
আছে পাহাড়ি ঝর্ণা
ঝিরিধারা কুলকুল বয়ে যায়,
বুকের গভীরে কান পেতে দেখ
মন ভাঙার শব্দ শুনতে পাচ্ছিস কি?

এখানে অবারিত আকাশ
নীল নীল আর নীলের সমাহার
জোড়ায় জোড়ায় পাখিরা উড়ে যায়
আমার ডানা নেই
কখনো কখনো তুই আসিস ওড়াতে আমায়
স্বপ্নডানায়,
কাল তুই আসিস নি স্বপ্নে, ওড়া হয় নি আমার;

আয় পাহাড়ে উড়ি আজ
নীল মেখে ডানায়
তারপর না হয় ঘুমিয়ে যাব আবার বরফ লেপে
তুই হারিয়ে গেলে স্বপ্ন থেকে।




দিন রাত্রির অভিমান



দিন রাত্রির অভিমান
- যাযাবর জীবন


সন্ধেবেলা সূর্যটা অভিমানে ডুবে যেতেই পাহাড়ের মনখারাপ
আকাশে পাহাড়ের ছায়া একটু একটু করে আঁধার হতে হতে রাত
সন্ধ্যে থেকে জ্যোৎস্না নৃত্য করতে করতে শেষরাতে চাঁদটাও ডুবে যায় অভিমানে
ঊষালগ্নের আলো চোখ চুমতেই মনখারাপে আমার ঘুম ভাঙে
তোর অভিমান তো হরহামেশাই
রাত্রি জেগে দিন ঘুমিয়ে;

সকালে সূর্য এসেছিলো
রাতে চন্দ্র
দুপুরে ভালোবাসা এসেছিলো
সন্ধ্যায় অভিমান
চিরস্থায়ী থাকে নি কেও
কেও থাকে না চিরস্থায়ী
রাতের অভিমান সূর্যে গলে যায়
যে রাতে এসেছিল সে সূর্য দেখে নি
দিনের অভিমান অন্ধকারে হারায়
যে দিনে এসেছিল সে চাঁদ দেখে নি
তোর অভিমান মনের ডানায়
দিন রাত্রে তোর কি এসে যায়?

সব অভিমান চাঁদ সূর্য আর তোর
আমি অনুভূতি শুন্য পাথর;
আমি সবার সাথেই রাত।







যুগ যুগের খোঁজ



যুগ যুগের খোঁজ
- যাযাবর জীবন


অনেক অনেক পাহাড় হাঁটা হয়ে গেছে
ভেসেছি ডুবেছি অনেক সমুদ্দুর
মানুষের ভীরে পথ হেঁটেছি, হেঁটেছি অনেক ব্যস্ত শহর
উলটেপালটে খুঁজেছি মন, কত কত যে মনের ভেতর;

অর্ধ জীবন ঘুমিয়ে কেটেছে, বাকি অর্ধেক খুঁজে খুঁজে
স্বপ্ন দেখার হয় নি সময় ভাবাবেগে কখনো চোখ বুজে
কঠিন জীবন পাথর পাহাড়, পাহাড়ে এলে বোধোদয়
জীবন কারো বাঙময় তো কারো কারো কাছে বিষময়;

কত কত পথ একা হেঁটেছি, রাত ঘুমিয়েছে দিনের ভেতর
পাই নি খুঁজে আজো পথের পথ, যুগ হেঁটে গেছে যুগের ভেতর।






পাহাড় দেশে পাথর



পাহাড় দেশে পাথর
- যাযাবর জীবন


তুই ডাকলেই আমি বয়ে যাই,
ভাসি
ও ডুবি তোতে,
তারপর আবার রাত্রি
জুড়ি নেই তোর কাঁদাতে;

পাহাড় কাঁদে
ঝর্ণা বয়
গড়িয়ে গড়িয়ে নদী হয়
নদী বয়ে সাগর;

অনেক লবণ জমে জমে তবেই না সাগর;
এবার ঠিক পাথর হব
পাহাড়ের দেশে।


পাহাড় ও নারী



পাহাড় ও নারী
- যাযাবর জীবন


শীতের সকাল তো কুয়াশা হবেই
বৃষ্টি হলেই মন কান্না
তুই গভীর ঘুমে
নির্লজ্জ ভোর স্বপ্ন ভাঙিয়েছে আমার চোখ চুমে;
পাহাড় ডাকছে, পাহাড়
ডাকছে এখন ভালোবেসে
তারপর সংগম শেষে পাথর হয়ে যাবে আবার
ঠিক তোর মতই ভাবলেশহীন চোখে;

আমি বারবার ছুটে যাই পাহাড়ের কাছে
বারবার ছুটে যাই তোর কাছে
প্রতিবার সাড়া দিয়ে ভালোবাসার ডাকে
আশায় আশায়
একবার তো বুকে জড়িয়ে রাখবি সংগম শেষে;

ও পাহাড়
ও নারী
আমি তোদেরই, ভালোবেসে আর ভালোবেসে।




ইচ্ছেবৃষ্টি



ইচ্ছেবৃষ্টি
- যাযাবর জীবন


কিছু ইচ্ছে পুড়ে যায় প্রতিদিন অন্ধকারে
কিছু ইচ্ছে কাওকে বলা যায় না, মন জানে
কিছু আহ্বান এড়িয়ে যেতে হয়, সঙ্গোপনে
ভালোবাসার হন্তক আমি ইচ্ছাকৃত ইচ্ছামনে;

কষ্ট কি কিছু হয়?
থাকুক না আড়াল কিছু আগুন পোড়া সময়
ধোঁয়ায় মেঘ হয়ে গিয়েছে আকাশ মন পোড়া হতে
রুমঝুম ঝুম বৃষ্টি নামুক দু-চোখ ধুয়ে দিতে।




শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

বৃষ্টি মানে



বৃষ্টি মানে
- যাযাবর জীবন


বৃষ্টি মানে আমি তুই
বৃষ্টি মানে নদী
বৃষ্টি মানে ভালোবাসা
তুই থাকিস যদি

বৃষ্টি মানে মনের খাতা
টুকটাক টুক আঁকা
বৃষ্টি দিনে তোকে ছাড়া
বড্ড লাগে ফাঁকা

বৃষ্টি মানে রুম ঝুমঝুম
টিনের চালে গান
তোর চুলেতে হারমোনিয়াম
ঠোঁটে চুমু পান

আকাশেতে মেঘ ভাসছে
তুলো পেঁজা পেঁজা
বৃষ্টি দিনে ঝুমঝুম নাচ
তোকে নিয়ে ভেজা

বৃষ্টি মানে আমি তুই আর
মন দুজনার ভেজা
বৃষ্টি মানে ভালোবাসা
ঠোঁট ঠোঁটেতে ভেজা।





মেঘের দোষ



মেঘের দোষ
- যাযাবর জীবন


অপেক্ষারত দুপুরে কবুতর ডানায় মেঘের ওড়াউড়ি
আমি হরিণীর ছুটে আসার আশায়
অথচ চোখ ভেজাচ্ছে ইলশেগুঁড়ি
দৃষ্টির ওপাশে পিপীলিকা পায়ে রৌদ্র গড়ায়
আমি না দেখি সূর্য না দেখি তোকে
আকাশ নামে নি আজ কুকুর বেড়াল দৌড়ে
তবুও ভিজছে কাক ইতিউতি উদাস চোখে
বৃষ্টির রিমঝিম না শুনেও মাঝে মাঝে ভিজে যায় মন;

সব দোষ মেঘের;
ভিজতে ও ভেজাতে,
কাঁদতে ও কাঁদাতে।



শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

অবোধ্য অনুভূতি



অবোধ্য অনুভূতি
- যাযাবর জীবন


দুঃখ দৃশ্যমান কিছু নয়
তবুও চোখের জল মাঝে মাঝে কথা কয়;

কতরকম অনুভূতিই না আছে আমাদের!
সুখ-দুঃখ
আশা-নিরাশা
প্রেম-ভালোবাসা
হাসি কান্না
এক একজনের প্রকাশ এক এক রকম
অনুভূতিগুলো ঠিক অদৃশ্য হয়ে রয়;

তুই বড্ড ভালোবাসিস আমায়
বড্ড বেশী প্রকাশ্য
যে কারো বোধগম্য,
আমি তোকে ভালোবাসি কিনা
থাকুক না অজানা!

কোন এক দিন খুব দমকা হাওয়ায় তুই বেসামাল হলে
কোন একদিন চাঁদ খুব জ্যোৎস্না বিলোলে
কোন একদিন মেঘ খুব বৃষ্টি ঝরালে
কোন একটা রাত অন্যরকম হলে
তোর চির চেনা অনুভূতিতে দাগ কাটবে কি?
তবে আর কেন মিছে কবিতা আঁকছি?

কোন এক রাত যদি খুব কালো হয়
সে রাতে কান্নার রঙ দেখিস অন্ধকারে;
হয়তো পেয়ে যেতে পারিস আমারে।

তুই স্বপ্ন দেখিস
আমি রাত্রি আঁকি
তুই চোখের জলে ভাসিস
আমি মনসাগরে ঝড় ঝঞ্ঝায়
তোর আকাশে চাঁদ
আমার শিকল পড়ানো ছাদ
তোর কাঠফাটা ঠা ঠা রৌদ্দুর
আমার চোখে রাত,
বড্ড অন্যরকম লাগছে কি?
পাগলের প্রলাপ;
কিছু অনুভূতি থাকুক না অচেনা
সব অনুভূতি তোর বোধগম্য না।

যেদিন আমি থাকবো না
কবিতাগুলো উল্টেপাল্টে দেখিস,
বুঝলে কাঁদিস
না বুঝলেও খাতাটা তোরই কাজে লাগবে, উনুন ধরাতে।



চাহিদার ঊর্ধ্বশ্বাস



চাহিদার ঊর্ধ্বশ্বাস
- যাযাবর জীবন


চাহিদার কি আর শেষ আছে?
কত রকম চাহিদাই না মানুষের থাকে!
কারো মনের
কারো শরীরের
কারো প্রেমের
কারো কামের
কারো অর্থের
তবে প্রত্যেকেরই কিছু না কিছু স্বার্থের;

কারো চাহিদা মনে রাখার
কারো ভুলে যাওয়ার
কেও চায় ভালোবাসতে
কেও ভালোবাসা পেতে
আমি ঠায় দাঁড়িয়ে, গাছ হয়ে
পাতা শুঁকোচ্ছে
শিকড় মরে যাচ্ছে
চাহিদার চাপে;

দিন কি আর চাইলেই জ্যোৎস্না দেখে
না সূর্য দেখে চাঁদ!
চাহিদার চাপে দিনরাত্রিতে চাহিদার ঊর্ধ্বশ্বাস;
স্বার্থ খেলায় তুই, আমি, সে, তারা, ওরা, ওরা
সবাই মেতেছে, সাবাস।



একরোখা ভালোবাসা



একরোখা ভালোবাসা
- যাযাবর জীবন


তোকে ছুঁয়ে যায় হাওয়া
তুই মাতোয়ারা
আমি হারাই তোর মেঘচুলে,
আমারও বড্ড ইচ্ছে করে
তোকে ছুঁয়ে যেতে
হাওয়ার মত
মেঘের মত
ভালোবেসে।

তোকে ছুঁয়ে যায় জল
শরীরেরে কোনে কোনে
স্নানের বাহানা,
আমি ছুঁতে গেলেই
এখন হবে না
হবে না,
আমি বাঁধ দেই মনে;
ভালোবাসায় বাঁধ দিতে পেরেছিল কে, কবে?

হাওয়া বয়ে যায়
মেঘ ঝরে যায়
জল গড়ায়
তোকে ছুঁয়ে ছুঁয়ে
কেও কিন্তু তোকে ভালোবাসে না
তবুও তুই সবার স্পর্শে;
তাদের সাধ্য কোথায়?
আমার মত তোকে একরোখা ভালোবাসতে।



ভালোবাসার স্পর্শ



ভালোবাসার স্পর্শ
- যাযাবর জীবন


যখন মন সূর্য
তুই ছুঁয়ে দিতেই আমি মেঘ
যখন মন রাত
তোর স্পর্শে আমি ঘুম;

তোকে ছুঁয়েছিলাম বলেই মনে প্রেম
তুই ছুঁয়েছিলি বলেই মন ভালোবাসা;

ভালোবাসার স্পর্শগুলো একদম অন্যরকম,
তাই না?




মন গভীরে ডুব



মন গভীরে ডুব
- যাযাবর জীবন


তোর গভীরে একটা দীর্ঘ ডুব
মন চায় খুব
এই! চুপ চুপ চুপ চুপ;

মন'কে ধমক দিলে কি ধুকপুক থামে?
মন তো'তে আরো বেয়ে বেয়ে নামে,
ঐ যে আলো হতে হতে অন্ধকার
সুখী হতে হতে ফিরে আসে অজর যাতনারা
তারপর সব চুপ
সুনসান চুপ;

সয়ে যাই, সয়ে যাই, সয়ে যাই
তারপর তোর গভীরে আবার হারাই;
ডুব,
দীর্ঘ ডুব।




নাভিশ্বাস



নাভিশ্বাস
- যাযাবর জীবন


কেও কেও দেখি টাকার কুমীর
খরচ করতে দিশেহারা,
চারিদিক থেকে আমায় ঘিরে থাকে চাহিদারা
কোথায় টাকা? কোথায় টাকা?

কারো কারো টাকার চাপে ঊর্ধ্বশ্বাস
চাহিদার চাপে আমার নাভিশ্বাস।



মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

সাদাকালো ক্যানভাস



সাদাকালো ক্যানভাস
- যাযাবর জীবন


মানুষের মন বিরাট এক স্বপ্ন ক্যানভাস
তোর আমার এর তার সবার,
তাতে সবাই রঙ মাখে
ছবি আঁকে;

কত রকম ছবিই যে দেখি প্রতিদিনের পৃথিবীতে
রঙিন রঙিন সব ছবি
রংধনু রঙের ছবি
স্বপ্নের ছবি
প্রেমিক আর প্রেমিকার ছবি
ভালোবাসার ছবি,
আমি মুগ্ধ হয়ে দেখি;

আমার ক্যানভাসে কোন রঙ নেই
দিনের বেলায় সূর্য সাদা
রাতের বেলায় কয়লা কালো,
কে দেখেছে সাদা-কালোর এত বিপুল সমারোহ?
মানুষ খুব সহজে সাদা-কালো নিতে পারে না
আমার ক্যানভাসটা রয়ে যায় অচেনা!

কোন এক জ্যোৎস্না রাতে ভুল করে চাঁদনি আঁকতে গিয়েছিলাম স্বপ্ন ক্যানভাসে
এখন প্রতি রাতই আমার অমাবস্যা;

সবাই রঙিন ছবিতে গল্প লেখে কাব্য দিয়ে
আমি কালো ক্যানভাসে অন্ধকার আঁকি রাত্রি হয়ে।







রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

জ্যোৎস্নায় মন খুলে


জ্যোৎস্নায় মন খুলে
- যাযাবর জীবন


জ্যোৎস্নার জৌলুষ কোথায়?
তুই ছাড়া;

মনে তুই তো জ্যোৎস্না
আর নয়তো রাত্রি তো প্রতি রাতেই আসে
কালো হয়ে;

ঘুমুতে হয় না রাত্রি জ্যোৎস্না হলে
কিংবা মনে তুই এলে;

আয় ভালোবাসি
মন খুলে।



স্বপ্ন দেখার প্রহর



স্বপ্ন দেখার প্রহর
- যাযাবর জীবন


অষ্টপ্রহর নষ্টঘোরে
টিক টিক টিক ঘুরছে কাঁটা
তোকে মনে নিয়ে;

দিনরাত্রির যখন তখন
মনের মাঝে তোর জ্বালাতন
মনে উঁকি দিয়ে;

আমি দিনের বেলায়
মত্ত কাজে
কোথায় সময়, চোখ ঘুমোবার?

আমার দিনের বেলা
ব্যস্ত সময়
কোথায় সময়, ভালোবাসার?

তবুও সময় সময় চোখের ভাঁজে
যখন তখন তোর উঁকি
কাজের ফাঁকে ফাঁকে;

আমার সময়, স্বপ্ন বোনার
দুচোখ বুঁজে তোকে নিয়ে
রাত্রিঘুমের ফাঁকে;

তুই রাত্রে আসিস
চোখে বসিস
আমার স্বপ্নঘুমে;

চোখ ঘুমোলেই
ভালোবাসিস
স্বপ্ন চুমে চুমে;

রবি চুমতেই তুই ঘুমাস
ভালোবাসার স্বপ্ন ঘুমায়
দিনের আলোর ভাঁজে;

তুই ঘুমোতেই চোখ খুলে যায়
স্বপ্ন কি আর পেট চালায়?
চল রে মন কাজে।










মনঘরের গোপন চিঠি



মনঘরের গোপন চিঠি
- যাযাবর জীবন


মনকথায় একটা চিঠি লিখেছিলাম তোকে
মুখবন্ধ খামে পড়ে আছে আমার মনঘরে
চিঠিটার কথা অনেকবার বলেছি তোকে
ভেতরের লেখাটা শুধুই আমার ভেতরে;

আমি তোর মন পড়ে নিতে পারি তোর চোখ পড়ে
তুই কেন চিঠি খুঁজিস আঁতিপাঁতি আমায় খুঁড়ে খুঁড়ে?

যেদিন মন পড়তে পারবি আমায় পড়ে পড়ে
সেদিন চিঠিটা ঠিক পৌঁছে যাবে তোর মনঘরে।

ভেজা দূরত্ব



ভেজা দূরত্ব
- যাযাবর জীবন


তুই উড়ছিস সেখানে
আমি পড়ে আছি এখানে
মধ্যে এক দুপুর দূরত্ব
তোতে আর আমাতে;

চুমু খেতে হয় ঠোঁটে
শরীর জড়িয়ে
মন হারিয়ে,
বৃষ্টি হোক আর না হোক
ভিজতে মানা নেই তোতে
সকাল, সন্ধ্যে কিংবা রাতে।





সময় রেসে সময়



সময় রেসে সময়
- যাযাবর জীবন


সময় কাটছে ঘোড়ার রেসে,
চোখ বুজতে না বুজতেই সকাল
সূর্য উঠতে না উঠতেই সন্ধ্যা
আমি ঘোড়ার পিঠে
সময় রেসে;

একদিন ঘোড়ার পিঠেই থেমে যাবে সময়
খুব সহসাই, হঠাৎ করে;
মাটি সাড়া দেবে মাটির ডাকে
তারপর চিরঘুম মাটির ঘরে
থেমে যাওয়া সময়ে।