সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

ভালোবাসার নির্ঘুম রাত


ভালোবাসার নির্ঘুম রাত
- যাযাবর জীবন


প্রতিদিন স্বপ্নে আসে সে
হাসে, খেলে, ভালোবাসে
তারপর হারিয়ে যায় আমায় রাত করে;

যে আমারে রাত করে
তার আকাশে চাঁদ ওঠে
জোনাক ওড়ে
জ্যোৎস্না ঘুরে তাকে ঘিরে
আর তার গায়ের বকুল গন্ধ
আমায় পাগল করে সারা রাত ধরে,

এত এত যে ভালোবাসি কিছুই বোঝে না সে;

সে চাঁদ ভালোবাসে, জ্যোৎস্না ভালোবাসে
হাসে, খেলে, আলো হয়ে আলো করে
আর প্রতিদিন খুব রাতে আমার স্বপ্নে আসে
ভাসাতে আমায় অন্ধকারে;

রাতটা শুধুই আমারই
ভালোবাসার নির্ঘুমে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন