শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

পাথরের আবেগ



পাথরের আবেগ
- যাযাবর জীবন


অনুভূতিগুলো এক এক জনের এক এক রকম
কারো সাদাকালো কারো রঙিন
সুখ-দুঃখ, হাসি-কান্না, রাগ-অনুরাগ
প্রেম-ভালোবাসা, মান-অভিমান
কত রকম
কত রঙের আবেগই না মানুষের মাঝে খেলা করে

আমার অনুভূতির কোন রঙ নেই, গন্ধ নেই, প্রকার নেই, প্রকাশ নেই;
পাথরের আবার আবেগ কি?
মানুষ হওয়ার যন্ত্রণা সব তোমাদেরই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন