স্বপ্ন সকাল
- যাযাবর জীবন
ক’টা বাজলো? সকাল হলো?
কাল রাতে ঘুম ছিল না, ছিলি তুই
ছিল তোকে জড়ানো অনুভব
বড্ড অন্যরকম স্বপ্ন স্বপ্ন রাত ছিল;
আকাশে চাঁদ ছিল না, ছিল কুয়াশা
জ্যোৎস্না ছিল না, ছিলি তুই
আর স্বপ্ন স্বপ্ন কোমল আলো;
রাতটা বড্ড বেশী ঠাণ্ডা ছিল
লেপ ছিল না, ছিলি তুই
আর ছিল তোর বুকের ওম ওম অনুভব;
সকাল হলো?
ইশশ! কেন যে ঘুম ভাঙল?
দিনের বেলায় আসতে পারিস না তুই?
সূর্য সামনে রেখে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন