সরিষা জীবন
- যাযাবর জীবন
আজকাল কোথাও যেতে ইচ্ছে করে না
তবুও সরিষা পায়ে জীবন
মাথায় শুন্যতা বোধ
চোখে স্বপ্ন আঁকে মন
টিনের চালে টুপটাপ কুয়াশা ঝরে পরছে
স্বপ্নে টুপটাপ তুই
জাঁকিয়ে শীত পড়েছে জুবুথুবু
আয় লেপমুড়ি গুটিসুটি শুই
রোদ ঘুম ভাঙাচ্ছে স্বপ্নের
তুই আমার
হাত বাড়াতেই মনের মন খারাপ
কুয়াশায় ছেয়ে আছে চারিধার
একদিন ঠিক হারিয়ে যাব ঘন কুয়াশায়
একদিন ঠিক মিলিয়ে যাব বাতাসে উবে
একদিন ঠিক মরে যাব তোকে ভালোবেসে
সেদিন খুঁজিস না আমায় মনে ভালোবাসা ভেবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন