ব্যাকরণ ভালোবাসা
- যাযাবর জীবন
পাথর বুকে পাহাড়
অন্ধকার বুকে রাত
বিশ্বাসে আঁধার
ভালোবাসা বুকে তুই
আমি তো কবেই শুন্য হয়ে গেছি
হাতুড়ি বাটাল ভালোবাসায়,
শূন্যকে কি আর ভাঙা যায়?
একটা গোটা আকাশ জুড়ে নীল
বন ছেয়ে থাকে সবুজে
রাত্রির চোখ কালো
তোর গা ভর্তি রংধনু আলো,
আমি তো কবেই বর্ণহীন হয়ে গেছি
ব্যাকরণ ভালোবাসায়,
চোখের জলে কি আর রং খুঁজে পাওয়া যায়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন