রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

ফাঁকা রাত



ফাঁকা রাত
- যাযাবর জীবন


আকাশে চাঁদের উঁকি
মনে তোর
চাঁদনিতে ভিজছে কুয়াশা
ভিজছি আমি

কেও চাঁদ খোঁজে কেও চাঁদনি
কেও দুনিয়াদারী কেও বা টাকা
চাঁদনি ছাড়া আমি অন্ধকার
রাতগুলো বড্ড লাগে ফাঁকা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন