রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

ভালোবাসার লাজ



ভালোবাসার লাজ
- যাযাবর জীবন


শীতের দিনে বড্ড মন কেমন কেমন
অনেকটা ঢলে পড়া বিকেলের রোদের মতই বিষণ্ণ,
সন্ধ্যে হতে না হতেই আজকাল অন্ধকার আঁকড়ে ধরে
কুয়াশার চাদর গায়ে,
আমি ঘরে ফেরা পাখির ডানায় উড়তে থাকি উদলা মনে
একবার তোকে দেখব বলে;

তোর বুঝি আজ বড্ড মন খারাপ?
নয়তো সন্ধ্যের মুখ এত কালো কেন?

দেখ! দেখ!
অমাবস্যার পর আজ আকাশে উঁকি দিয়েছে লাজভাঙা চাঁদ
একা একা বড্ড মন কেমন করা বিষণ্ণ রাত,
আয় না! একবার ভালোবাসি দুজনে
তারপর না হয় আবার অন্ধকার হব, মন বন্ধ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন