দিন রাত্রির অভিমান
- যাযাবর জীবন
সন্ধেবেলা সূর্যটা অভিমানে ডুবে যেতেই পাহাড়ের মনখারাপ
আকাশে পাহাড়ের ছায়া একটু একটু করে আঁধার হতে হতে রাত
সন্ধ্যে থেকে জ্যোৎস্না নৃত্য করতে করতে শেষরাতে চাঁদটাও ডুবে যায় অভিমানে
ঊষালগ্নের আলো চোখ চুমতেই মনখারাপে আমার ঘুম ভাঙে
তোর অভিমান তো হরহামেশাই
রাত্রি জেগে দিন ঘুমিয়ে;
সকালে সূর্য এসেছিলো
রাতে চন্দ্র
দুপুরে ভালোবাসা এসেছিলো
সন্ধ্যায় অভিমান
চিরস্থায়ী থাকে নি কেও
কেও থাকে না চিরস্থায়ী
রাতের অভিমান সূর্যে গলে যায়
যে রাতে এসেছিল সে সূর্য দেখে নি
দিনের অভিমান অন্ধকারে হারায়
যে দিনে এসেছিল সে চাঁদ দেখে নি
তোর অভিমান মনের ডানায়
দিন রাত্রে তোর কি এসে যায়?
সব অভিমান চাঁদ সূর্য আর তোর
আমি অনুভূতি শুন্য পাথর;
আমি সবার সাথেই রাত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন