সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

কৃপণতা ঠোঁটের



কৃপণতা ঠোঁটের
- যাযাবর জীবন


তুই কোথায়?
অপেক্ষায় চায়ের কাপ
শীতে ফেটে গেছে ঠোঁট
আয় ভিজিয়ে দিয়ে যা
চুমুতে;

আমি ভালোই থাকি গ্রীষ্ম বর্ষা হেমন্তে,
শরতে আমি আকাশের
শীতে ঠোঁটের
আর পুরো বসন্ত জুড়ে তোর;

সময় বড্ড কৃপণ
কৃপণ তুই
কৃপণ তোর ঠোঁট
ভেজাতে, চুমুতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন