রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

ষড়ঋতু মন



ষড়ঋতু মন
- যাযাবর জীবন


নারীর কত রকম মন
মন চিনেছে কে?
মনের কত রংধনু রঙ
রং দেখেছে কে?

রঙ দেখেছ?
এই সাদা তো এই রঙিন
কখনো রাত তো অমাবস্যায় দিন
কখনো রোদ কখনো বৃষ্টি
ক্ষণে হাসি ক্ষণে কান্না
মুহূর্তে মেঘ মুহূর্তে জ্যোৎস্না

পলক ফেলার আগেই মন
পরিবর্তন যখন তখন
রাতে সূর্য তো দিনে অমাবস্যা
বসন্তে শরত তো শীতে বর্যা
দিন আর রাত তো হরহামেশা
ষড়ঋতু যখন তখন

নারী চিনেছে কে?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন