রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

জ্যোৎস্নায় মন খুলে


জ্যোৎস্নায় মন খুলে
- যাযাবর জীবন


জ্যোৎস্নার জৌলুষ কোথায়?
তুই ছাড়া;

মনে তুই তো জ্যোৎস্না
আর নয়তো রাত্রি তো প্রতি রাতেই আসে
কালো হয়ে;

ঘুমুতে হয় না রাত্রি জ্যোৎস্না হলে
কিংবা মনে তুই এলে;

আয় ভালোবাসি
মন খুলে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন