কামড়াকামড়ি জীবন
- যাযাবর জীবন
কত কত অর্থ
টাকার মাপে স্বার্থ,
শাশ্বত পেটের ক্ষুধার একটাই ধরণ
মাত্রাতিরিক্ত মনের ক্ষুধায় সম্পর্কের ভাঙন
চাওয়া আর পাওয়ার মাঝে ফারাক বিশাল
স্বার্থ এক এক জনের এক এক রকম;
সম্পর্ক ভাঙে স্বার্থ
সম্পর্ক ভাঙে অর্থ
মানুষ'কে পীড়া দেয় ভাঙন
আর নয়তো কুকুর বিড়ালের কামড়াকামড়ি জীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন