রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

নষ্ট আঁক



নষ্ট আঁক
- যাযাবর জীবন


রাত বাড়ে অন্ধকারে
টিক টিক টিক টিক গান শোনাচ্ছে ঘড়িটা
চাঁদের সাথে কতই না গল্প কথা রাতের
নির্ঘুম স্বপ্নে পরী বসে চোখে
আমি রাতভর খসে পড়া তারা খুঁজি
মাঝে মাঝে বড্ড খড়খড়ে লাগে চোখ
বালিশ জেগে থাকে একলা বিছানায়
কবিতার আঁচড় টেনে যায় কলম;

এই যাহ্‌! খাতাটা নষ্ট হলো হিবিজিবি আঁকে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন