অবোধ্য অনুভূতি
- যাযাবর জীবন
দুঃখ দৃশ্যমান কিছু নয়
তবুও চোখের জল মাঝে মাঝে কথা কয়;
কতরকম অনুভূতিই না আছে আমাদের!
সুখ-দুঃখ
আশা-নিরাশা
প্রেম-ভালোবাসা
হাসি কান্না
এক একজনের প্রকাশ এক এক রকম
অনুভূতিগুলো ঠিক অদৃশ্য হয়ে রয়;
তুই বড্ড ভালোবাসিস আমায়
বড্ড বেশী প্রকাশ্য
যে কারো বোধগম্য,
আমি তোকে ভালোবাসি কিনা
থাকুক না অজানা!
কোন এক দিন খুব দমকা হাওয়ায় তুই বেসামাল হলে
কোন একদিন চাঁদ খুব জ্যোৎস্না বিলোলে
কোন একদিন মেঘ খুব বৃষ্টি ঝরালে
কোন একটা রাত অন্যরকম হলে
তোর চির চেনা অনুভূতিতে দাগ কাটবে কি?
তবে আর কেন মিছে কবিতা আঁকছি?
কোন এক রাত যদি খুব কালো হয়
সে রাতে কান্নার রঙ দেখিস অন্ধকারে;
হয়তো পেয়ে যেতে পারিস আমারে।
তুই স্বপ্ন দেখিস
আমি রাত্রি আঁকি
তুই চোখের জলে ভাসিস
আমি মনসাগরে ঝড় ঝঞ্ঝায়
তোর আকাশে চাঁদ
আমার শিকল পড়ানো ছাদ
তোর কাঠফাটা ঠা ঠা রৌদ্দুর
আমার চোখে রাত,
বড্ড অন্যরকম লাগছে কি?
পাগলের প্রলাপ;
কিছু অনুভূতি থাকুক না অচেনা
সব অনুভূতি তোর বোধগম্য না।
যেদিন আমি থাকবো না
কবিতাগুলো উল্টেপাল্টে দেখিস,
বুঝলে কাঁদিস
না বুঝলেও খাতাটা তোরই কাজে লাগবে, উনুন ধরাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন