শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

চাহিদার ঊর্ধ্বশ্বাস



চাহিদার ঊর্ধ্বশ্বাস
- যাযাবর জীবন


চাহিদার কি আর শেষ আছে?
কত রকম চাহিদাই না মানুষের থাকে!
কারো মনের
কারো শরীরের
কারো প্রেমের
কারো কামের
কারো অর্থের
তবে প্রত্যেকেরই কিছু না কিছু স্বার্থের;

কারো চাহিদা মনে রাখার
কারো ভুলে যাওয়ার
কেও চায় ভালোবাসতে
কেও ভালোবাসা পেতে
আমি ঠায় দাঁড়িয়ে, গাছ হয়ে
পাতা শুঁকোচ্ছে
শিকড় মরে যাচ্ছে
চাহিদার চাপে;

দিন কি আর চাইলেই জ্যোৎস্না দেখে
না সূর্য দেখে চাঁদ!
চাহিদার চাপে দিনরাত্রিতে চাহিদার ঊর্ধ্বশ্বাস;
স্বার্থ খেলায় তুই, আমি, সে, তারা, ওরা, ওরা
সবাই মেতেছে, সাবাস।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন