স্বপ্ন হারিয়ে ঘুম
- যাযাবর জীবন
চারিদিক পাহাড়
সুনসান নিঃশব্দ সকাল,
বুকের গভীরে কান পেতে দেখ
মন ভাঙার শব্দ শুনতে পাচ্ছিস কি?
বরফ ছিল কাল রাতটা
তুই আসিস নি স্বপ্নে
জড়িয়ে ধরিস নি ওম দিয়ে
এখানে নদী নেই
শব্দ নেই পাড় ভাঙার
আছে পাহাড়ি ঝর্ণা
ঝিরিধারা কুলকুল বয়ে যায়,
বুকের গভীরে কান পেতে দেখ
মন ভাঙার শব্দ শুনতে পাচ্ছিস কি?
এখানে অবারিত আকাশ
নীল নীল আর নীলের সমাহার
জোড়ায় জোড়ায় পাখিরা উড়ে যায়
আমার ডানা নেই
কখনো কখনো তুই আসিস ওড়াতে আমায়
স্বপ্নডানায়,
কাল তুই আসিস নি স্বপ্নে, ওড়া হয় নি আমার;
আয় পাহাড়ে উড়ি আজ
নীল মেখে ডানায়
তারপর না হয় ঘুমিয়ে যাব আবার বরফ লেপে
তুই হারিয়ে গেলে স্বপ্ন থেকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন