সবুজ সবুজ গ্রাম
- যাযাবর জীবন
এই মেঠোপথ এই গ্রাম
লতাপাতা ঘাসফুল, সবুজ সবুজ ক্ষেত ভরা ধান
বাড়ির পাশে পাশে জলাধার, ঘাসপুকুর তার নাম;
গাছের ফাঁকেফাঁকে নরম রোদ
আর সোঁদা সোঁদা খড় বিচালির ঘ্রাণ;
আমরা কত না দুর্ভাগা আমাদের বাস করতে হয় শহরে, ছিঁড়ে নাড়িরটান
আমরা কতই না সৌভাগ্যবান আমাদের আছে অবারিত সবুজ সবুজ গ্রাম।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন