বৃষ্টি মানে
- যাযাবর জীবন
বৃষ্টি মানে আমি তুই
বৃষ্টি মানে নদী
বৃষ্টি মানে ভালোবাসা
তুই থাকিস যদি
বৃষ্টি মানে মনের খাতা
টুকটাক টুক আঁকা
বৃষ্টি দিনে তোকে ছাড়া
বড্ড লাগে ফাঁকা
বৃষ্টি মানে রুম ঝুমঝুম
টিনের চালে গান
তোর চুলেতে হারমোনিয়াম
ঠোঁটে চুমু পান
আকাশেতে মেঘ ভাসছে
তুলো পেঁজা পেঁজা
বৃষ্টি দিনে ঝুমঝুম নাচ
তোকে নিয়ে ভেজা
বৃষ্টি মানে আমি তুই আর
মন দুজনার ভেজা
বৃষ্টি মানে ভালোবাসা
ঠোঁট ঠোঁটেতে ভেজা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন