মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

সাদাকালো ক্যানভাস



সাদাকালো ক্যানভাস
- যাযাবর জীবন


মানুষের মন বিরাট এক স্বপ্ন ক্যানভাস
তোর আমার এর তার সবার,
তাতে সবাই রঙ মাখে
ছবি আঁকে;

কত রকম ছবিই যে দেখি প্রতিদিনের পৃথিবীতে
রঙিন রঙিন সব ছবি
রংধনু রঙের ছবি
স্বপ্নের ছবি
প্রেমিক আর প্রেমিকার ছবি
ভালোবাসার ছবি,
আমি মুগ্ধ হয়ে দেখি;

আমার ক্যানভাসে কোন রঙ নেই
দিনের বেলায় সূর্য সাদা
রাতের বেলায় কয়লা কালো,
কে দেখেছে সাদা-কালোর এত বিপুল সমারোহ?
মানুষ খুব সহজে সাদা-কালো নিতে পারে না
আমার ক্যানভাসটা রয়ে যায় অচেনা!

কোন এক জ্যোৎস্না রাতে ভুল করে চাঁদনি আঁকতে গিয়েছিলাম স্বপ্ন ক্যানভাসে
এখন প্রতি রাতই আমার অমাবস্যা;

সবাই রঙিন ছবিতে গল্প লেখে কাব্য দিয়ে
আমি কালো ক্যানভাসে অন্ধকার আঁকি রাত্রি হয়ে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন