শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

পাহাড় ও নারী



পাহাড় ও নারী
- যাযাবর জীবন


শীতের সকাল তো কুয়াশা হবেই
বৃষ্টি হলেই মন কান্না
তুই গভীর ঘুমে
নির্লজ্জ ভোর স্বপ্ন ভাঙিয়েছে আমার চোখ চুমে;
পাহাড় ডাকছে, পাহাড়
ডাকছে এখন ভালোবেসে
তারপর সংগম শেষে পাথর হয়ে যাবে আবার
ঠিক তোর মতই ভাবলেশহীন চোখে;

আমি বারবার ছুটে যাই পাহাড়ের কাছে
বারবার ছুটে যাই তোর কাছে
প্রতিবার সাড়া দিয়ে ভালোবাসার ডাকে
আশায় আশায়
একবার তো বুকে জড়িয়ে রাখবি সংগম শেষে;

ও পাহাড়
ও নারী
আমি তোদেরই, ভালোবেসে আর ভালোবেসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন