শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭

একরোখা ভালোবাসা



একরোখা ভালোবাসা
- যাযাবর জীবন


তোকে ছুঁয়ে যায় হাওয়া
তুই মাতোয়ারা
আমি হারাই তোর মেঘচুলে,
আমারও বড্ড ইচ্ছে করে
তোকে ছুঁয়ে যেতে
হাওয়ার মত
মেঘের মত
ভালোবেসে।

তোকে ছুঁয়ে যায় জল
শরীরেরে কোনে কোনে
স্নানের বাহানা,
আমি ছুঁতে গেলেই
এখন হবে না
হবে না,
আমি বাঁধ দেই মনে;
ভালোবাসায় বাঁধ দিতে পেরেছিল কে, কবে?

হাওয়া বয়ে যায়
মেঘ ঝরে যায়
জল গড়ায়
তোকে ছুঁয়ে ছুঁয়ে
কেও কিন্তু তোকে ভালোবাসে না
তবুও তুই সবার স্পর্শে;
তাদের সাধ্য কোথায়?
আমার মত তোকে একরোখা ভালোবাসতে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন