শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

যুগ যুগের খোঁজ



যুগ যুগের খোঁজ
- যাযাবর জীবন


অনেক অনেক পাহাড় হাঁটা হয়ে গেছে
ভেসেছি ডুবেছি অনেক সমুদ্দুর
মানুষের ভীরে পথ হেঁটেছি, হেঁটেছি অনেক ব্যস্ত শহর
উলটেপালটে খুঁজেছি মন, কত কত যে মনের ভেতর;

অর্ধ জীবন ঘুমিয়ে কেটেছে, বাকি অর্ধেক খুঁজে খুঁজে
স্বপ্ন দেখার হয় নি সময় ভাবাবেগে কখনো চোখ বুজে
কঠিন জীবন পাথর পাহাড়, পাহাড়ে এলে বোধোদয়
জীবন কারো বাঙময় তো কারো কারো কাছে বিষময়;

কত কত পথ একা হেঁটেছি, রাত ঘুমিয়েছে দিনের ভেতর
পাই নি খুঁজে আজো পথের পথ, যুগ হেঁটে গেছে যুগের ভেতর।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন