রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

দূর থেকে তুই



দূর থেকে তুই
- যাযাবর জীবন


দূরত্ব সময়ের
অনুভূতি মনের
তুই দূর থেকেই ছুঁয়ে যাস মন
আমি দূর থেকেই ভালোবেসে যাই তোকে
দিন মাস বছর যুগ কেটে যায়
তবুও দেখা হয় না আমাদের পরস্পরের সাথে;
এখন মনে ছেয়ে থাকে 'তুই' ভাইরাসে
প্রতিষেধক হয়ে আসিস তুই মাঝে মাঝে স্বপ্নে,
আর অপেক্ষার প্রহর শব হতে থাকে
প্রতীক্ষায় ধুঁকে ধুঁকে;

এখন আর মন স্পর্শ করতে শরীর লাগে না
মন মানেই তো তুই;
মাখামাখি হয়ে থাকিস সারাক্ষণ মনে মনে
মন-স্পর্শে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন