মেঘের দোষ
- যাযাবর জীবন
অপেক্ষারত দুপুরে কবুতর ডানায় মেঘের ওড়াউড়ি
আমি হরিণীর ছুটে আসার আশায়
অথচ চোখ ভেজাচ্ছে ইলশেগুঁড়ি
দৃষ্টির ওপাশে পিপীলিকা পায়ে রৌদ্র গড়ায়
আমি না দেখি সূর্য না দেখি তোকে
আকাশ নামে নি আজ কুকুর বেড়াল দৌড়ে
তবুও ভিজছে কাক ইতিউতি উদাস চোখে
বৃষ্টির রিমঝিম না শুনেও মাঝে মাঝে ভিজে যায় মন;
সব দোষ মেঘের;
ভিজতে ও ভেজাতে,
কাঁদতে ও কাঁদাতে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন