রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

স্বপ্ন দেখার প্রহর



স্বপ্ন দেখার প্রহর
- যাযাবর জীবন


অষ্টপ্রহর নষ্টঘোরে
টিক টিক টিক ঘুরছে কাঁটা
তোকে মনে নিয়ে;

দিনরাত্রির যখন তখন
মনের মাঝে তোর জ্বালাতন
মনে উঁকি দিয়ে;

আমি দিনের বেলায়
মত্ত কাজে
কোথায় সময়, চোখ ঘুমোবার?

আমার দিনের বেলা
ব্যস্ত সময়
কোথায় সময়, ভালোবাসার?

তবুও সময় সময় চোখের ভাঁজে
যখন তখন তোর উঁকি
কাজের ফাঁকে ফাঁকে;

আমার সময়, স্বপ্ন বোনার
দুচোখ বুঁজে তোকে নিয়ে
রাত্রিঘুমের ফাঁকে;

তুই রাত্রে আসিস
চোখে বসিস
আমার স্বপ্নঘুমে;

চোখ ঘুমোলেই
ভালোবাসিস
স্বপ্ন চুমে চুমে;

রবি চুমতেই তুই ঘুমাস
ভালোবাসার স্বপ্ন ঘুমায়
দিনের আলোর ভাঁজে;

তুই ঘুমোতেই চোখ খুলে যায়
স্বপ্ন কি আর পেট চালায়?
চল রে মন কাজে।










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন