রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

সময় রেসে সময়



সময় রেসে সময়
- যাযাবর জীবন


সময় কাটছে ঘোড়ার রেসে,
চোখ বুজতে না বুজতেই সকাল
সূর্য উঠতে না উঠতেই সন্ধ্যা
আমি ঘোড়ার পিঠে
সময় রেসে;

একদিন ঘোড়ার পিঠেই থেমে যাবে সময়
খুব সহসাই, হঠাৎ করে;
মাটি সাড়া দেবে মাটির ডাকে
তারপর চিরঘুম মাটির ঘরে
থেমে যাওয়া সময়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন