মন গভীরে ডুব
- যাযাবর জীবন
তোর গভীরে একটা দীর্ঘ ডুব
মন চায় খুব
এই! চুপ চুপ চুপ চুপ;
মন'কে ধমক দিলে কি ধুকপুক থামে?
মন তো'তে আরো বেয়ে বেয়ে নামে,
ঐ যে আলো হতে হতে অন্ধকার
সুখী হতে হতে ফিরে আসে অজর যাতনারা
তারপর সব চুপ
সুনসান চুপ;
সয়ে যাই, সয়ে যাই, সয়ে যাই
তারপর তোর গভীরে আবার হারাই;
ডুব,
দীর্ঘ ডুব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন