মলিন তুই
- যাযাবর জীবন
অনেক দিন পর আজ হঠাৎ তোকে দেখে বড্ড চমকে উঠলাম
উঠবই বা না কেন?
মলিন চাঁদ বা সূর্য কার না মন খারাপ করে দেয়?
প্রতিদিন তো আর গ্রহণ হয় না সূর্যে কিংবা চাঁদে;
কুয়াশায় ঢাকা সূর্য মন খারাপ নিয়ে আসে
আর বিকেলের ঢলে পড়া আলোতে মন কেমন করে
তুই সকালের সূর্য, তোর মুখ মলিন কেন?
জ্যোৎস্না রাতে যেদিন ঘন কুয়াশা হয়
সেদিন বড্ড মন খারাপ করা ম্যাড়ম্যাড়ে চাঁদ
তুই আষাঢ়ই পূর্ণিমার ঝকঝকে চাঁদ, তোতে গ্রহণ কেন?
আজ অনেক দিন পর বড্ড চমকে দিয়েছিস তুই,
তোর চোখ এত শূন্য কেন?
ওখানে প্রাণ নেই,
কি কুড়ে খাচ্ছে তোকে?
বড্ড জানতে ইচ্ছে করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন