মনঘরের গোপন চিঠি
- যাযাবর জীবন
মনকথায় একটা চিঠি লিখেছিলাম তোকে
মুখবন্ধ খামে পড়ে আছে আমার মনঘরে
চিঠিটার কথা অনেকবার বলেছি তোকে
ভেতরের লেখাটা শুধুই আমার ভেতরে;
আমি তোর মন পড়ে নিতে পারি তোর চোখ পড়ে
তুই কেন চিঠি খুঁজিস আঁতিপাঁতি আমায় খুঁড়ে খুঁড়ে?
যেদিন মন পড়তে পারবি আমায় পড়ে পড়ে
সেদিন চিঠিটা ঠিক পৌঁছে যাবে তোর মনঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন