শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

ইচ্ছেবৃষ্টি



ইচ্ছেবৃষ্টি
- যাযাবর জীবন


কিছু ইচ্ছে পুড়ে যায় প্রতিদিন অন্ধকারে
কিছু ইচ্ছে কাওকে বলা যায় না, মন জানে
কিছু আহ্বান এড়িয়ে যেতে হয়, সঙ্গোপনে
ভালোবাসার হন্তক আমি ইচ্ছাকৃত ইচ্ছামনে;

কষ্ট কি কিছু হয়?
থাকুক না আড়াল কিছু আগুন পোড়া সময়
ধোঁয়ায় মেঘ হয়ে গিয়েছে আকাশ মন পোড়া হতে
রুমঝুম ঝুম বৃষ্টি নামুক দু-চোখ ধুয়ে দিতে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন