শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

পতন



পতন
- যাযাবর জীবন


পাহাড়ের কাছে যাই পাহাড় ভালোবেসে
পাহাড় পাথর হয়ে থাকে
আমায় গড়িয়ে ফেলে দেয় নিচে,
নদীর কাছে যাই গল্প শোনাতে
নদী দৌড়ে পালায় কুলকুল নূপুরে
আমায় ভাটায় টেনে নেয় নিচে,
সাগরের কাছে যাই দুঃখ শোনাতে
সাগর লবণ মেখে থাকে
আমি লবণের নীচে;

ঠেলে ফেলে দেয় সবাই,
আমি পাহাড় থেকে ঝর্ণা বেয়ে সাগরে
নামতেই আছি গড়িয়ে নীচে;

ভয়ে দূরে থাকি মানুষ থেকে
পতন সামলাতে পারব না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন