শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

নদীর ডাক



নদীর ডাক
- যাযাবর জীবন


পাহাড় ঘুমায় বরফ লেপে
কুয়াশার চাদর ঘিরে রেখেছে চারিধার
সূর্যের ঘুম ভাঙবে ভাঙবে করছে
আড়মোড়া ভাংছে আকাশ
আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে চাঁদ
ঘুমুতে যাবার আগে;

অনেক ভালোবাসাবাসি হয়েছে পাহাড়ে
বরফ গলেছে কি?
না হলে ঝর্ণা হলো কিভাবে?
ঐ তো ঝর্ণা বয়ে যাচ্ছে নদীতে;

নদী ডাকছে,
চল মন এবার নদীতে
ভালোবাসায় ভেসে যেতে কিংবা ডুবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন